জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অর্জনের উপর প্রচারণার উদ্যোগ গ্রহণের জন্য মন্ত্রী পরিষদের নির্দেশনার আলোকে কামারখন্দ উপজেলায় তিনদিনব্যাপী(২৮-৩০সেপ্টেম্বর) উন্নয়নমেলাএবং বর্ন্যাঢ্য শোভা যাত্রার আয়োজন করা হয়। উক্ত মেলার উদ্বোধনীঅনুষ্ঠানেপ্রধানঅতিথিহিসেবেউপস্থিতছিলেনসিরাজগঞ্জ-২সংসদীয়আসনেরমাননীয়সংসদসদস্যঅধ্যাপকডাঃমোঃহাবিবেমিল্লাত।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক বিল্লাল হোসেন, উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল মতিন চৌধুরী। এছাড়া মেলায় জেলা ও উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানেসভাপতিত্বকরেনউপজেলা নির্বাহী অফিসার ইশরাত ফারজানা।
মেলায় এমডিজির অর্জন সমূহ, জাতীয় উন্নয়নসহ উপজেলাধীন বিভিন্ন দপ্তরের উন্নয়ন কর্মকান্ডের ভিডিও ও সচিত্র প্রতিবেদন প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস