Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ব্যবসা-বাণিজ্য

কামারখন্দ একটি কৃষিপ্রধান এলাকা।  তাই এখানে ধান প্রচুর পরিমান রয়েছে। এখানে অনেক পুকুর রয়েছে। খাদ্যশষ্য এবং মাছ এখানকার মানুষের আয়ের প্রধান উৎস। বলরামপুর  নামক হাটে  ধানের আড়ত রয়েছে। কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নে শীতল পার্টি তৈরীর একটি বিশেষ এলাকা রয়েছে। এখার তৈরী শীতল পার্টি দেশে বিদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে। কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের পাইকশা, ভদ্রঘাট ইউনিয়নের দোগাছি এবং রায়দৌলতপুর ইউনিয়নে তাত শিল্প রয়েছে। তাঁত শিল্পের উদপাতিত গামছা, লুংগি দেশের বিভিন্ন স্থানে বাজার করা হচ্ছে।