Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সভার নোটিশ সমূহ

            গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

কামারখন্দ, সিরাজগঞ্জ।


এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এ কার্যালয় বা ভূমি অফিস সংশ্লিষ্ট বা উপজেলাধীন অন্যান্য অফিসের সেবা সংক্রান্ত বিষয়ে এ উপজেলার মানুষের মতামত গ্রহণ বা অভিযোগ নিস্পত্তির লক্ষ্যে নিম্নোক্ত তারিখ ও সময় সূচী মোতাবেক গণশুনানী অনুষ্ঠিত হবে:

 

০১. উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়প্রতি মাসের ১ম সপ্হাতের সোমাবার সকাল ১০.০০ ঘটিকা হতে ২.০০ ঘটিকা পর্যন্ত। 
০২. উপজেলা ভূমি অফিসপ্রতি মাসের ১ম সপ্হাহের রবিবার সকাল ১০.০০ ঘটিকা হতে ২.০০ ঘটিকা পযর্ন্ত। 
   

উল্লেখিত সংশ্লিষ্টদের অবহিত করে প্রতি ০৩ (তিন) মাসে একবার উক্ত গণশুনানী বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত হবে।

 

স্বাক্ষরিত/-

(ইশরাত ফারজানা)

উপজেলা নির্বাহী অফিসার

কামারখন্দ, সিরাজগঞ্জ।